Sylhet Today 24 PRINT

ছাতকে কারেন্ট জাল পুড়িয়ে ধংস, জরিমানা আদায়

ছাতক প্রতিনিধি |  ২৭ জুন, ২০২০

ছাতকে বিক্রির উদ্দেশ্যে গোদামে জমা করে রাখা ৮০কেজি কারেন্ট জাল আটক করে এসব জাল পুড়িয়ে ধংস করা হয়েছে। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয় বিক্রয়ের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৭জুন) বিকালে উপজেলার জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

অভিযানের সময় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিতি ছিলেন।

দীর্ঘদিন ধরে জাউয়া বাজারে পাইগাওঁ গ্রামের অাবুল হোসেনের রিক্সার গ্যারেজে অবৈধ কারেন্ট জাল ক্রয় বিক্রয় করা হচ্ছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে জড়িত বিশ্বনাথ উপজেলার সমছু রহমান, ছাতকের মোল্লাআতা গ্রামের অানোয়ার হোসেন, জাউয়া সাহিত্যিক পাড়ার ইসলাম উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জের গনিগঞ্জ গ্রামের মিলনকে আটক করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.