Sylhet Today 24 PRINT

১৯ দিন পর এলো রিপোর্ট, ১৭ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০২০

নমুনা সংগ্রহ করা হয়েছিলো ৯ জুন। এরপর ওইরাতে পাঠানো হয় ঢাকায়। নমুনা সংগ্রহের ১৯ দিন পর আজ রোববার (২৮ জুন) এই নমুনাগুলোর রিপোর্ট এসেছে। তাতে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। যদিও শনাক্ত হওয়া এই ১৭ জনই ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন।

এই ঘটনাটি হবিগঞ্জের। রোববার আসা রিপোর্টে ১৭ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা একেএম মোস্তাফিজুর রহমান।

রিপোর্ট আসতে দেরী হওয়া প্রসঙ্গে তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, আজকে অনেক অনুরোধ করে এই রিপোর্টগুলো আনাতে হয়েছে। একদিন পর পর আমরা ঢাকায় নমুনা পাঠাই। কিন্তু রিপোর্ট আসতে অনেক দেরী হয়ে যায়। আমাদের প্রায় ১৫শ' নমুনা ঢাকার ল্যাবগুলোতে জমা ছিলো। এর থেকে আজকে কিছু রিপোর্ট এসেছে। বেশিরভাগই এখনও আটকে আছে।

তিনি বলেন, সারাদেশেই এই সমস্যা হচ্ছে। নমুনা সংগ্রহ বেড়ে যাওয়ায় দ্রুত পরীক্ষা করার সক্ষমতা এখনো আমাদের দেশে অর্জিত হয়নি। তাই দেরী হচ্ছে।

বিজ্ঞাপন



তবে রিপোর্ট আসায় দেরী হওয়ায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করেন তিনি।   

হবিগঞ্জে নতুন শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন, মাধবপুরের ৭ জন, নবীগঞ্জের ৩ জন, চুনারুঘাটের ১ জন ও আজমিরীগঞ্জের ১ জন।

এনিয়ে হবিগঞ্জে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৫৫ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ৪১৭০ জন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.