Sylhet Today 24 PRINT

ছাতকে রেলওয়ের নিরাপত্তাকর্মী খুন, গুদামের মালামাল লুট

ছাতক প্রতিনিধি |  ৩০ জুন, ২০২০

সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের গুদামে ফখরুল আলম (৫০) নামের এক নিরাপত্তাকর্মীকে খুন করা হয়েছে। খুন করার পর গুদামের মালামাল লুট করেছে একটি চক্র।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

ফখরুল ভোলা জেলার তজমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত মো. আব্দুল খালেকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে ছাতক রেলওয়ের গুদামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফখরুল আলম। রাতে কে বা কারা থাকে হত্যা করে গুদামের মালামাল লুট করে লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এর আগেও বেশ কয়েকবার রেলওয়ের মালামাল চুরির ঘটনা ঘটেছিলো এই গুদামে।

জানা যায়, নিহত এই নিরাপত্তা প্রহরী ২০১৩ সাল থেকে সুনামগঞ্জের ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরীতে যোগদান করে রেলওয়ের কলোনিতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

ছাতক থানার পুলিশের ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, এটা হত্যা বলে ধারণা করা হচ্ছে। গুরুত্ব সহকারে আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.