Sylhet Today 24 PRINT

মাধবপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত

মাধবপুর প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে  মাধবপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জন।

বুধবার আসা রির্পোটে  দুজন ব্যাংক ষ্টাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, পুলিশ সদস্য একজন  সহ ১৭ জন।   

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের  কোয়ারিন্টেন রাখা হয়েছে। এ পর্যন্ত  মাধবপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.