Sylhet Today 24 PRINT

ধানের বীজতলায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে চুনারুঘাটে খুন

চুনারুঘাট প্রতিনিধি |  ০২ জুলাই, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে ধানের বীজতলায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের বয়স অনুমান ৬০বছর হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত জিতু মিয়া ওই গ্রামের হাজ্বী আব্দুল হেকিমের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, জিতু মিয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ১০-১২ শতক জমির উপর ধানের বীজতলা করেন। সেখানে তিনি বেড়া দিতে গেলে আজিজের ছেলে সাধু মিয়া ও কতুবের ছেলে শরিফুল মিয়া ও তার মাতাসহ সাইফুল, মিজান, রমজান, জিয়া জিতু মিয়াকে বেড়া দিতে বাধা দেয়। তারা লাঠি দিয়ে জিতু মিয়াকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার খবর পেয়ে মাধবপুর সার্কেল এএসপি মো. নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী মিনারা খাতুন চৌধুরী জানান, প্রতিবেশী সাধু মিয়াসহ গংদের সাথে দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেখানে আমার স্বামী ধানের বীজতলায় বেড়া দিতে গেলে সাধু মিয়াসহ অন্যরা আমার স্বামীকে বাধা দেয় এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মর্গের থেকে রিপোর্ট আসলেই আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.