Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ০২ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

গতকাল বুধবার সন্ধ্যার উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার সরকারি ছড়াতে  অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে নয়ন মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নয়ন মিয়া বিজয়নগর উপজেলার কচুয়া মুরা গ্রামের মৃত বিলাল মিয়ার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার  জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং মাধবপুরে বালুর মালের কোনো ইজারা নাই। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.