Sylhet Today 24 PRINT

এসএমপি’র মিডিয়ার দায়িত্বে জ্যোতির্ময় সরকার

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০২০

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার  পিপিএম।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদপত্রকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার পিপিএম, ট্রাফিক বিভাগের পাশাপাশি এডিসি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

জানা যায়, বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা জ্যোতির্ময় সরকার পিপিএমের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

জ্যোতির্ময় সরকার পিপিএম পূর্বে সিলেট মহানগর পুলিশ এর সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা), সার্কেল এএসপি (জকিগঞ্জ), সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার), সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ  সুরমা), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ২০১৮ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.