Sylhet Today 24 PRINT

এম এ হকের জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০২০

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মানিকপীর টিলা এলাকায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

প্রথম জানাযা শেষে এমএ হকের মরদেহ নিয়ে যাওয়া হয় প্রয়াতের গ্রামের বাড়ি বালাগঞ্জে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

সিলেটে প্রথম জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন



এম এ হকের মরদেহ এখন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহের দাফন সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, নিউমোনিয়াসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এম এ হক। সেখানে আজ শুক্রবার সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি করোনায় আক্রান্ত কিনা, তা জানতে বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে পরীক্ষার ফলাফল এখন অবধি আসেনি।

এম এ হকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.