Sylhet Today 24 PRINT

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০২০

প্রগতিশীল ছাত্র জোট কেন্দ্রীয় অবরোধ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে এবং রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সুবিনয় রায় শুভ।

বিজ্ঞাপন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সংগঠক রায়হান আনসারি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর।

সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকারের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং রাষ্ট্রায়ত্ত পাটকল শিল্পের আধুনিকায়নের দাবি করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.