Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ১০জন ভিক্ষুককে ১০০টি হাঁস দিলো উপজেলা প্রশাসন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে ১০জন ভিক্ষুকের মধ্যে ১০০টি হাঁস বিতরণ করা হয়েছে৷ সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ হাঁস বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ ১০ জন ভিক্ষুককে ১০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে। যাদের হাঁস দেওয়া হয়েছ তাঁরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তারা আর ভিক্ষা করবেনা। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরপূর্বেও একজন ভিক্ষুককে ২৩ হাজার টাকা মূল্যের একটি গরু ও আরও দুজনকে ১০হাজার টাকা মূল্যের দুটি ছাগল এবং ২৯ জন ভিক্ষুককে ১২০০ টাকা করে নগদ ও সবজির বীজ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.