Sylhet Today 24 PRINT

সিলেটের দুটি সংগঠনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০২০

সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ ও কেমুসাস ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও কেমুসাস ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া) শাম্মা লাবিবা অর্ণব বলেন, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় চারুশিল্প প্রতিষ্ঠান, থিয়েটারসমূহ ও অন্যান্য অনুদান খাত থেকে বিভিন্ন জেলায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দেয়া হয়। এরই অংশ হিসেবে বুধবার সিলেটের দুইটি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করা হলো। সিলেট জেলায় সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.