Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে ইদ্রিস আলীকে স্থায়ী বহিস্কার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০২০

সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীকে স্থায়ী বহিস্কার করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব৷

বুধবার (৮জুলাই) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়৷

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ৷

ইসমাইল মাহমুদ গণমাধ্যমকে জানান, প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এম ইদ্রিছ আলীকে শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে পাশাপাশি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে৷ গঠনতন্ত্র লঙ্ঘন করার অভিযোগে আমরা তাকে কারন দর্শানোর নোটিশ করেছিলাম সেই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী উনার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে৷

তাছাড়া তার বিরুদ্ধে আসা চাঁদাবাজি সহ অনান্য অভিযোগগুলোর ব্যাপারে তদন্ত চলছে৷

উল্লেখ্য, গত ২১ জুন এম ইদ্রিস আলীকে প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬(১)৬(৫)৪(২খ) ধারা ৭(ঝ) লঙ্ঘন করার সাধারণ সম্পাদকের পদ থেকে কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে ইদ্রিস আলীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এর আগে একই দিন শ্রীমঙ্গলের সরকারদলীয় নেতাকর্মীরা আওয়ামী পরিবারের ব্যানারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে ইদ্রিছ আলীর বিভিন্ন অভিযোগ এনে অবস্থান কর্মসূচী পালন করে এবং ইদ্রিছ আলীকে শ্রীমঙ্গলে অবাঞ্চিত ঘোষণা করে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.