Sylhet Today 24 PRINT

ইফজালের মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবিতে কানাইঘাটে মানববন্ধন

কানাইঘাট প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০২০

এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হাফিজ ইফজাল আহমদ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল ঘটনা উদঘাটনের দাবিতে সিলেটের কানাইঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই ) উপজেলার গাছবাড়ী বাজারে মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনে অংশ নেয়।

যুব সমাজের আহবায়ক বুরহান উদ্দীনের সভাপতিত্বে ও মুখপাত্র মহি উদ্দিন জাবেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেট্রোসিটি উইমেনস কলেজের প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালেক, গাছবাড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন, কমিটির যুগ্ম আহবায়ক মিসবাহ উদ্দিন, গাছবাড়ী সামিট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মখতার, গাছবাড়ী নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মিসবাহ উদ্দিন, জমিয়ত নেতা মহি উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইফজাল আহমদকে পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে।’ অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় ।

উল্লেখ্য, গত ২৫ জুন, বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর উপশহর বি-ব্লকের ১৮ নম্বর রোডের ৩ নাম্বার বাসার নিচ তলা থেকে হাফিজ ইফজাল আহমদের লাশ উদ্ধার করা হয়। তিনি কানাইঘাট উপজেলার কাপ্তানপুর গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। ইফজাল গত প্রায় ৫ বছর থেকে তার বড় বোনের সাথে ঐ বাসায় থাকতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.