Sylhet Today 24 PRINT

অবরোধ প্রত্যাহার করে প্রশাসনের সাথে বৈঠকে শ্রমিকরা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০২০

প্রায় পাঁচ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে সিলেটে প্রশাসনের সাথে বৈঠক করেছে ট্যাংক লরি শ্রমিকরা। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী ফারজানা আক্তার। দুজনকে এ ঘটনায় গ্রেপ্তারও করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাক ও ট্যাংক লরি রেখে সড়ক অবরোধ করে রাখে তারা।

শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় সিলেট থেকে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। টায়ার জ্বালিয়ে ও মিছিল করে দোষীদের গ্রেপ্তার দাবি করেন তারা।

শুক্রবার রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে খুন করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী ফারজানা আক্তার। গ্রেপ্তার করা হয় নোমান ও সাদ্দাম নামের দুইজনকে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নোমান ও সাদ্দাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.