Sylhet Today 24 PRINT

কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক  |  ১১ জুলাই, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) বিকাল চার টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরেক বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মো. বাবুল হোসেন (২০) নামের এক ব্যক্তি মারা যান। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে। এছাড়া মো. কয়েছ মিয়া নামের এক বাংলাদেশি আহত হন।

এ নিয়ে গত দেড় মাসে কেবল কোম্পানিগঞ্জ সীমান্তেই ভারতীয় খাশিয়ার গুলিতে ৫ জন নিহত হলেন।

বিজ্ঞাপন



সিলেট বিজিবি সুত্রে জানা যায় যে, শনিবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে ২ জন বাংলাদেশি নাগরিক ভারতের  ৮০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় চোর সন্দেহে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের গুলি করে। এতে একজন নিহত ও একজন আহত হন।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তি পলাতক রয়েছেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

এ ব্যাপারে বিজিবি'র ৪৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি বলেন, সীমান্তে অবৈধ চলাচল রোধে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও  টহল এবং নজরদারী অব্যাহত রেখেছে বিজিবি। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। তবু কিছু কিছুক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কেউ অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.