Sylhet Today 24 PRINT

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান, বেগমখাঁন চা বাগান ও লস্করপুর ভ্যlলির চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব সমাজের উদ্যোগে চা মজুরি বৃদ্ধি ও ভূমি অধিকার বাস্তবায়নে চা শ্রমিকরা এক মতবিনিময় সভা ও মানববন্ধন করেছেন।

রোববার (১২ জুলাই) দুপুরে বেগনখাঁন চা বাগানে দুর্গা মন্দির (নাচ) ঘরে চা শ্রমিকদের পাঁচ শত টাকার মজুরির দাবিতে এ মতবিনিময় সভা ও মানববন্ধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল, এডভোকেট হাসান আহমেদ, চা জনগোষ্ঠী ভূমি অধিকার আন্দোলনের সভাপতি বিরেন কালীন্দী, সম্পাদক মুখেক কর্মকার, মোছা. খাইরুন আক্তার, লস্করপুর ভ্যালির ছাত্র-যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.