Sylhet Today 24 PRINT

সিলেটে প্রশাসনের অভিযানে জব্দকৃত পাথর নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ জুলাই, ২০২০

সিলেটে প্রশাসনের অভিযানে জব্দকৃত পাথর নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মজুদকৃত এসব পাথর নিলামে ৫১ লাখ টাকায় বিক্রি করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স এসব পাথর নিলামে বিক্রি করে।

এর আগে গত সোমবার অভিযান চালিয়ে টাস্কফোর্স পরিবেশ বিধ্বংসী ২৩টি ক্রাশার মেশিনসহ ১ কোটি ১২ লাখ টাকার বিভিন্ন যন্ত্রপাতি ধ্বংস করে। এবং ক্রাশার মেশিন এলাকায় স্তুপ করে রাখা পাথর জব্দ করে।

নিলামে দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার মৃত ইর্শাদ আলীর পুত্র নূরুল ইসলাম এই পাথর ক্রয় করেন।

এছাড়া উত্তর সুরমার মুরাদপুর ও মীরেরচক এলাকায় জব্দকৃত পাথর বিক্রি করা হয় ৩৯ লাখ ৮০ হাজার টাকায়।

নিলামে পাথর বিক্রির সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন  এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.