Sylhet Today 24 PRINT

সিলেটে শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের ডাটাবেইজের কাজ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২০

বাংলাদেশের সকল শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন বা প্রতিষ্ঠানসমূহের সার্বিক তথ্য সংগ্রহপূর্বক ডাটাবেইজ করার জন্য জেলা শিল্পকলা একাডেমি সিলেটের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে সিলেট জেলার সকল শ্রেণির মানসম্পন্ন শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের তথ্য ছক পূরণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে সিলেট জেলার (উপজেলা ও মহানগরসহ) সকল শ্রেণির সংস্কৃতিমান ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক সংগঠন বা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত তথ্য ছক (ফরম) সংগ্রহপূর্বক পূরণকৃত ফরমটি (ফরমের শেষাংশে উল্লিখিত সংযুক্তিসহ) আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত।

বাংলাদেশ শিল্প-সংস্কৃতি ঋদ্ধ দেশ। এই দেশের জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক শিল্পী রয়েছেন। সঠিক তালিকাভুক্ত না হওয়ায় অনেক শিল্পী আজীবন সবার অগোচরে থেকে যাচ্ছেন। এ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল শ্রেণির শিল্পীদের তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.