Sylhet Today 24 PRINT

জুড়ীতে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জুড়ী প্রতিনিধি  |  ২৮ জুলাই, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা।

মঙ্গলবার সকাল ১১টায় সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমূল্য দাস (৫৬) নামের ওই কর্মকর্তা মারা যান। তিনি জনতা ব্যাংকের জায়ফরনগর শাখার ব্যবস্থাপক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি গত কয়েকদিন থেকে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ পূর্বে করোনা পলিক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তার ফলাফল পজিটিভ আসে।

উপজেলা শহরের উত্তর ভবানীপুরের বাসিন্দা অশুর্য দাস ব্যাংকে যোগ দেওয়ার আগে জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ৪ ভাই ও ৪ বোন রেখে যান। জীবদ্দশায় তিনি জুড়ী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জুড়ী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় সার্বজনিন শ্বশান ঘাটে বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের উপস্থিতিতে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.