Sylhet Today 24 PRINT

ঈদুল আযহা : সিলেটে প্রধান জামাত দরগাহ মসজিদে সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জুলাই, ২০২০

শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে এবার এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। সংক্রমণ ঠেকাতে ঈদগাহ ময়দানে ঈদ জামাত আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানের পরিবর্তে হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

ফলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহসহ কোনো ঈদগাহেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে সিলেটের বিভিন্ন মসজিদে ঈদের জামাতের অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।

জানা গেছে, সোমবার  শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

শনিবার সিলেটের অন্যান্য মসজিদেও একাধিক ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তাবিস উন নূর। তিনি জানিয়েছেন সিলেট নগরীর সিটি পয়েন্ট সংলগ্ন কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘করোনাকালীন আমরা তিনটি জামাতের আয়োজন করেছি। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। এছাড়া সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় বাকি দুটি জামাত অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।’

তবে পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আযহায়ও শিশু এবং বৃদ্ধদের ঈদের জামাতে না আসার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সর্বাধিক চারটি জামাত অনুষ্ঠিত হবে সিলেট কালেক্টরেট জামে মসজিদে। সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব এই তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। এছাড়া সকাল ৮টা, ৯টা এবং ১০টায় বাকি তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদ ও বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। গাজী বুরহান উদ্দিন জামে মসজিদে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, কাজিরবাজার মাদ্রাসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে সিলেটের প্রধান ঈদের নামাজের কেন্দ্র শাহী ঈদগাহতে হচ্ছে না ঈদের নামাজ। তাই সিলেটে প্রধান জামাত বলে আলাদা কিছু এ বছর নেই। তবে সিলেটের ৩৫২টি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। তবে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন জানিয়েছেন, হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদেই হচ্ছে ঈদের প্রধান জামাত।

তিনি বলেন, ‘খোলা মাঠে যেহেতু ঈদের জামাত হচ্ছে না, তাই আমরা ধরে নিচ্ছি অধিকাংশ জামে মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহ মাঠে করোনার কারণে ঈদের নামাজ আয়োজন সম্ভব নয়, তাই হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের জামাতকেই ঈদের প্রধান জামাত হিসেবে বিবেচনা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘প্রত্যেক মসজিদকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আয়োজনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নামাজ আদায়কারীদেরও এসব নির্দেশনা মেনে চলতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.