Sylhet Today 24 PRINT

শাবিতে ৩৭টি নমুনা পরীক্ষায় ১৬টিই করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩ আগস্ট) এই ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার আমাদেরর ল্যাবে সুনামগঞ্জ থেকে ১৪টি ও সিলেট থেকে ২৩ টি নমুনা আসে। এই ৩৭টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১১ জন ও সুনামগঞ্জের ৫ জন।

নতুন ১৬ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৭ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮৫ জন ও মৌলভীবাজারের ৯৯১ জন রয়েছেন।

সোমবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৪৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১০ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.