Sylhet Today 24 PRINT

কানাইঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০২০

সিলেটের কানাইঘাট উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুট করে নেওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ১ আগস্ট রাত ৩টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল গ্রামে সৌদি প্রবাসী লুৎফুর রহমানের বাড়ির ফটকের তালা ভেঙে ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে। ডাকাতরা প্রবাসীর ঘরে থাকা নগদ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ দামি মোবাইল সেট নিয়ে চলে যায়।

তাৎক্ষণিক ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনা মোতাবেক কানাইঘাট থানার পুলিশ একাধিক বিশেষ টিম গঠন করে সাঁড়াশি অভিযান শুরু করে। থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, এসআই সনজিত কুমার রায়, এসআই আবু কাউছার, এসআই স্বপন চন্দ্র সরকার, এএসআই মোজাম্মেল হকসহ পুলিশের একাধিক টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের অবস্থান নির্ণয় করতে সক্ষম হয় এবং সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার মূল হোতা পারকুল গ্রামের তেরা মিয়ার পুত্র ডাকাত আলী আহমদকে (৩০) তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে অপর দুই ডাকাত একই গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র আব্দুল লতিফ (৩৯) ও তালবাড়ি লক্ষীপুর পূর্ব গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র আব্দুর রহমান ওরফে রহমানকে (২৭) গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল সেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

ডাকাতির ঘটনার পর পর প্রবাসী লুৎফুর রহমানের মা তাহেরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে গৃহিত হয়। উক্ত মামলায় গ্রেপ্তার ৩ ডাকাতকে আসামি দেখিয়ে রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.