Sylhet Today 24 PRINT

জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে পর্যটক নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২০

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল চারটায় জাফলং জিরো পয়েন্ট খুব কাছাকাছি গোসল করতে নামে নিখোঁজ পর্যটকসহ আরও বেশ কয়েকজন বন্ধুবান্ধব।

নিখোঁজ পর্যটকের নাম মোহাম্মদ জুবায়ের (২২)। সে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের লামকাইন গ্রামের জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ নামের কওমি মাদ্রাসার ছাত্র।

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার বিকেল বন্ধু-বান্ধবের সাথে জাফলং জিরো পয়েন্ট খুব কাছাকাছি গোসল করতে নামে জুবায়ের ও নিশাতসহ বেশ কিছু বন্ধু-বান্ধব। খানিকক্ষণ পর জুবায়ের ও নিশাত পিয়াইন নদীর স্রোতের তোড়ে ভেসে যায়। পরে নিশাতকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন জুবায়ের।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ জুবায়েরের খোঁজে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আহাদ ও ঘটনাস্থল থেকে টুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইন্সপেক্টর রতন শেখ জানান, নিখোঁজ পর্যটক জুবায়কে উদ্ধারে কাজ চলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উপস্থিত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.