Sylhet Today 24 PRINT

দেড় ঘণ্টা বন্ধ ছিলো সিলেট বেতার কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক |  ০৫ আগস্ট, ২০২০

কারিগরি ত্রুটির কারণে সকালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম। বুধবার (৫ আগস্ট) সকালে আটটার পর হঠাৎ করে সিলেট কেন্দ্রের সকল সম্প্রচার বন্ধ হয়ে যায়।

জানা যায়, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিজস্ব সাব ষ্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত সকাল আটটার ইংরেজি সংবাদের পর থেকে বন্ধ হয়ে যায় দুই চ্যানেল ৮৮.৮ এফ এম ও ১০৫.২এফ - এম এর সম্প্রচার। পরবর্তীতে আনুমানিক সাড়ে নয়টার দিকে একটি চ্যানেল শুরু করে তাদের সম্প্রচার কার্যক্রম।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. ফখরুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, ‘আমাদের অফিসের ভেতরে থাকা সাব ষ্টেশনের একটি ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটায় সাময়িক সময়ের জন্য সিলেট কেন্দ্রের সম্প্রচার বন্ধ রয়েছে।’

বেলা ১২ টা নাগাদ পুনরায় পুরোপুরি সম্প্রচার চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করে বেতারের এ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকেই আমরা ও বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করে যাচ্ছি। আশা করি বেলা ১২টা থেকে সিলেট কেন্দ্রের সম্প্রচার  পুরোপুরি চালু হয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.