Sylhet Today 24 PRINT

আগস্টে কালোব্যজ পরে অফিস করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২০

শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে কালো ব্যজ ধারণ করে অফিসের কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদ এই উদ্যোগ নিয়েছে। পুরো আগস্ট মাস ব্যাংকটির সকল পর্যায়ের কর্মীরা কালো ব্যা্জ পরে অফিস করবেন।

গত ৩ আগষ্ট ব্যংকের সিলেট শাখার নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেনকে কালোব্যাজ পরিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্যাজ পরিয়ে দেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবীর আহমদ শরীফ এবং সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন- মহাব্যবস্থাপক মো. আব্দুল হাছিব,  স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি সিতাংশু শেখর রায়, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল কবীর, নীলদলের সভাপতি কবীর আহমদ শরীফ, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্ত, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রত্নেশ্বর ভট্টাচার্য, ব্যাংক ক্লাবের সভাপতি জলি তালুকদার, ভিপি দেবাশিস তালুকদার, সিবিএ সভাপতি মোঃ মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলমগীর।

এছাড়া আরও উপস্থিত হলেন- হুমায়ুন আহমেদ খান চৌধুরী, কয়েছুর রেজা চৌধুরী, ফেরদৌসী বেগম,মোঃ সহিদ উল্লাহ, সতীশ চন্দ্র দাস,মোঃ আব্দুল হাদী,মোঃ বদরুদ্দোহা, রবিলাল দত্ত, রাজেশ আচার্য, লিলি রানী দেবী, রেবা রানী রায়,সুব্রত সেনাপতি, ড.শিরিন আক্তার, হুমায়রা জাহান রুপু, সুমন্ত আচার্য, সিন্ধু ভূষণ পাল,রনি দে, রাজেশ্বর ভট্টাচার্য, নীহার রঞ্জন দাস,রনজিত চন্দ্র মালাকার, আসাদুল হাকিম,শুভংকর দেব চৌধুরী, ধনঞ্জয় পুরকায়স্থ, মোঃ ইমরান উদ্দিন, শাওন দাস,অমিত্র সূদন পাল,শংকর চন্দ্র অলমিক,সুমি দাস,কেয়া চন্দ, মোঃ দেলওয়ার হোসেন, বায়ানা নাওমী, এ এস মাসুম, সিফাতুদ্দোজা মুহাম্মদ সগীর, মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, নিরুপম তালুকদার, লিভাষ চন্দ্র পোদ্দার, মোঃ জাকির হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, দ্বীন মোহাম্মদ ইবনে কায়েস, প্রণয় রায়, মোঃ আলমগীর, মোঃ আজিজুর রহমান, মোঃ মাহমুদুল হাসান, দিলারা বেগম,মিতালী দেবী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মনিরুল ইসলাম, দিপুল শিকদার, দীপ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.