Sylhet Today 24 PRINT

নৌকা শ্রমিকদের সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

জৈন্তাপুর প্রতিনিধি  |  ১০ আগস্ট, ২০২০

বিজিবি নৌকা আটক করায় রোববার সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছে নৌকা শ্রমিকরা। এসময় তারা বিজিবি'র লালাখাল ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে চাঁদা আদায়সহ চেরাচালানে সহযোগিতারও অভিযোগ করেছেন।

জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর লালাখাল খেয়াঘাট সংলগ্ন এলাকা হতে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের সদস্যরা সকাল ৯টায় তিনটি নৌকা আটক করে নিয়ে যায়। এসময় তারা কয়েকজন শ্রমিককে মারধর করে। এঘটনার প্রতিবাদে শ্রমিক ও নৌকা মালিকরা সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে।

সড়ক অবরোধের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ড তপন কান্তি, এস.আই প্রদীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন এবং নৌকা ছেড়ে দেওয়ার আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।

এদিকে সড়ক অবরোধ করায় যাত্রীবাহি বাস, লেগুনা, হিউম্যান হুলার, রোগী বহনকারী গাড়ী, এ্যাম্বুলেন্স, মালবাহি ট্রাক, পিকআপ এই সড়কে আটকা পড়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.