Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ৫ দফা দাবিতে ‘নৌকা মিছিল’

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২০

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের অর্ন্তভূক্ত কোম্পানীগঞ্জ উপজেলা পানি নিষ্কাশন বালু পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট: ২২৬৩ এর উদ্যোগে ধলাই নদীতে বেকার শ্রমিকদের কর্মসংস্থান সহ ৫ দফা দাবিতে ‘নৌকা মিছিল’ অনুষ্ঠি হয়েছে।

সোমবার দয়ার বাজার থেকে নৌকা মিছিল সহকারে শ্রমিকরা হাসপাতাল ঘাটে এসে এক কোম্পানিগঞ্জ রূপ নেয়।

বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচী শেষ পর্যায়ে সংগঠনের সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের কর্মসংস্থান সহ ৫ দফা দাবিতে আমরা কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারে কাছে গত ২৮ জুলাই ২০২০ আমাদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শ্রমিকদের বাঁচা মরার বিষয় জড়িত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রহণ করলেও আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।

তাই আমরা এই কর্মসূচী পালন করেছি। অবিলম্বে ৫ দফা দাবী মানা না হলে আরো কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে।

আলোচনা সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মখবুল হোসেন মঙ্গল, আব্দুল মালিক, ফয়ছল আহমদ বাদশা, জুনেদ আহমদ, মাসুক মিয়া, নুরুল ইসলাম, ময়না মিয়া, বাবুল মিয়া, শ্রী সুদীর বাবু, হুসেন আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.