Sylhet Today 24 PRINT

‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও প্রার্থনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০২০

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে হবিগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্থানীয় নরসিংহ জিউ মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম।

সম্মানিত অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সাবেক সচিব অশোক মাধব রায়। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসকন অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী, পুলিশ পরিদর্শক রঞ্জন কুমার সামন্ত, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ চন্দ্র মোদক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরলী ধর দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনুপ কুমার দেব মনা, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটো, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতীম দাশ, জেলা হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক সুজিত বণিক, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায় প্রমুখ।অনুষ্ঠানে সমবেত বিশেষ প্রার্থনা পরিচালনা করেন প্রমথ সরকার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শীর্ষাদ্রীমিত দত্ত কাব্য।

এসময় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ৫ হাজার বছর আগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এর যে নীতি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, সেটি সবাই ধারণ করলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। তারা বলেন, বৈশ্বিক মহামারি থেকে নিজেদের রক্ষা করতে সবাইকে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.