Sylhet Today 24 PRINT

সিলেটে আবারও তৎপর জঙ্গি গোষ্ঠি

নিজস্ব প্রতিবেদক |  ১২ আগস্ট, ২০২০

জঙ্গি আস্তানার সন্ধানে মঙ্গলবার রাতে নগরের টিলাগড় এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ

দেশে জঙ্গি তৎপরতার জন্য বারবার আলোচনায় এসেছে সিলেটের নাম। জঙ্গিদের হামলায় একাধিকবার কেঁপে ওঠেছে এই অঞ্চল। দেশের শীর্ষ জঙ্গিরাও গ্রেপ্তার হয়েছে সিলেট থেকে। এছাড়া এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জঙ্গিরা ঘাঁটি গড়ে তোলার বিষয়টিও আলোচনায় এসেছে বিভিন্ন সময়।

বেশকিছুদিন এই গোষ্ঠির দৃশমান কোনো তৎরতা না থাকলেও সিলেটে ফের তৎপর হয়ে ওঠেছে উগ্রবাদী জঙ্গিরা। গত কয়েকদিনে সিলেট নগর থেকে জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য সন্দেহে ৫ জনক আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে নাইমুজ্জামান নামের একজন নব্য জেএমবির সিলেট অঞ্চলের কমান্ডার বলেও জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের দাবি, আটক জঙ্গিরা নাইমুজ্জামানের নেতৃত্বে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল। আটককৃতদের মধ্যে
নাইমুজ্জামান ছাড়া সামিউল ইসলাম সাদী ও সায়েম নামে দুজনের নাম জানা গেছে। বাকী দুজনের নাম জানা যায়নি। নাইমুজ্জামান ও সাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সায়েম সিলেটের মদন মোহন কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
 
এদিকে জঙ্গি সন্দেহে আটকসামিউল ইসলাম সাদীকে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জালালাবাদ এলাকার তার বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বাসা থেকে বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম ও কম্পিউটার ডিভাইস উদ্ধার করে পুলিশ।

এরপর নগরের টিলাগড়ের শাপলাবাগ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসাটি জঙ্গিরা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ভাড়া নিয়েছিলো বলে জানিয়েছে পুলিশ। টিলাগড়েও সামিউল ইসলাম সাদীকে সাথে নিয়ে অভিযানে যায় পুলিশ। তবে ওই বাসায় কিছু পাওয়া যায়নি।

বিজ্ঞাপন



বাসার মালিক শাহ মো. সামোদ আলী জানান, মাস দুয়েক আগে ২ জন শিক্ষার্থী পরিচয়ে বাসা ভাড়া নিতে এসেছিলেন। এসময় একমাসের অগ্রিম ভাড়ার টাকাও দেয়, তবে পরে তারা বাসায় উঠেনি।

অভিযানের সময় সঙ্গে থাকা জঙ্গি সদস্য এই বাসায় ট্রেনিং করার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানান বাড়ির মালিক।

জঙ্গি আস্তানা হিসেবে সিলেট প্রথম আলোচনায় আসে ২০০৬ সালে। ওই বছরের ১ মার্চ মধ্যরাতে সিলেটের উত্তরপ্রান্ত শাপলাবাগ এলাকার ‘সূর্যদিঘল বাড়ি’ নামের একটি একতলা বাড়িতে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ  (জেএমবি’র) শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান রয়েছেন সংবাদে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর একটি দলও অংশ নেয় এই অভিযানে। ২ মার্চ সকালে বাড়িটি থেকে বেরিয়ে আসেন শায়খ রহমানের স্ত্রী-সন্তানরা। এরপর আত্মসমর্পণ করেন আবদুর রহমান। তাকে আটকের পর সূর্য দীঘল বাড়ি থেকে ছোট আকারের একটি বোমা, দুই কেজি অ্যালুমিনিয়াম, কয়েকটি বই, ব্যবহার্য জিনিসপত্র ও পারিবারিক ছবি উদ্ধার করা হয়। ২০০৭ সালে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় ফাঁসি হয় আবদুর রহমানের।

‘সূর্য দীঘল বাড়ি’ ঘটনার ১১ বছর পর ২০১৭ সালের মার্চে নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ নামের আরেকটি ভবনে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অবনে ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান চালায় সেনাবাহিনী। ১১১ ঘন্টার টানা ওই অভিযানে চার জঙ্গির নিহতের খবর জানায় সেনাবাহিনী। আর অভিযান চলাকালে ভবনের বাইরে দুটি বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত হন ছয় জন।

কেন জঙ্গিদের নিরাপদ আস্তানা সিলেট : ২০০৪ সালে ১২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারে আর্জেস গ্রেনেড বিস্ফোরণে নিহত হন ৭ জন, একই বছরের ২১ মে একই মাজারে তৎকালনি ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেণেড নিক্ষেপ করা হয়, ওই বছরের ৭ আগস্ট সিলেটে গুলশান হোটেলে মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় আর্জেস গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও সিলেটে বেশকয়েকদফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তে এসব বিস্ফোরণের সাথে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ মিলে। সিলেটে শেখ হাসিনার জনসভায় বোমা বিস্ফোরণের পরিকল্পনাও ফাঁস হয়।

বিজ্ঞাপন



শায়খ আব্দুর রহমানের পর সিলেটে আবার সন্ধান মিললো জঙ্গি আস্তানার। কেনো জঙ্গিদের নিরাপদ আস্তানা হয়ে ওঠছে সিলেট, এমন প্রশ্নের জবাবে সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, সিলেট সীমান্তবর্তী এলাকা হওয়া ও বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নীতিমালা অনুসরণ না করার ফলে এমনটি ঘটতে পারে। এছাড়া স্থানীয় পর্যায়ে তাদের আশ্রয়দাতা এবং রাজনৈািতক যোগসাজশও থাকতে পারে বলে ধারণা তাদের।

জঙ্গি সন্দেহে নতুন করে ৫জনকে আটকের বিষয়ে সিলেট মহানগর পুলিশের কেউ কথা বলতে চাননি।

তবে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. ওয়ালিদ হোসেন বলেন, সিলেট থেকে যে নব্য জেএমবির পাঁচ সদস্য আটক করা হয়েছে তারা পল্টনে বোমা বিস্ফোরণও ঘটনাতেও জড়িত ছিল।

তিনি জানান, রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়।

পরে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ একটি দল মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত নগর ও নগরের উপকন্ঠের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও চার জনকে আটক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.