Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে এন্টিবডি তৈরিতে হোমিও ঔষধ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০২০

'এসো এন্টিবডি তৈরি করি, করোনা জয় করি' এই স্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জে এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টায় আম্বিয়া কেজি স্কুল এবং করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে আম্বিয়া কেজি স্কুলের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজ কোর্টের পিপি, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর আহবায়ক প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, কবি ডা. শহীদ সাগ্নিক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, সাপ্তাহিক পূর্বদিকের কার্যকরী সম্পাদক কবি সালাহউদ্দিন ইবনে সিহাব, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা, ব্যাংকার মো. সালাহউদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা প্রমুখ।

এ সময় উপস্থিত সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.