Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা বাগানে দুই প্রতিবন্ধীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের শমশেরনগর ও আলীনগর চা বাগানে দুই প্রতিবন্ধী নারীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১টায় কোদাল দিয়ে মাটি কেটে আলীনগর চা বাগানে দুর্গা প্রসাদ রিকিয়াসন ও বেলা ২টায় শমশেরনগর চা বাগানে প্রতিবন্ধী সুকরমনী বাউরীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণে কমলগঞ্জে ৫টি চা বাগানে ৫ জন প্রতিবন্ধীর গৃহ নির্মাণ করা হবে। ইতিপূর্বে ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান ও মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানে ২টি গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১টায় আলীনগর চা বাগানে কোদাল দিয়ে মাটি কেটে প্রতিবন্ধী দুর্গা প্রসাদ রিকিয়াসনের পাকা গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। এরপর বেলা ২টায় শমশেরনগর চা বাগানের আদমটিলা শ্রমিক বস্তিতে প্রতিবন্ধী সুকরমনী বাউরীর পাকা গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু, ইউপি সদস্যা নমিতা সিং, শমশেরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রতন বর্মা প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা বলেন, চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলায় ৫টি চা বাগানের ৫ জন প্রতিবন্ধীর ৫টি গৃহ নির্মাণ করা হচ্ছে। সোমবার পর্যন্ত ৪টি চা বাগানের ৪ জন প্রতিবন্ধীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বাকি রয়েছে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের।

তিনি আরও বলেন, প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ৪ লাখ ৭২৯ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.