Sylhet Today 24 PRINT

জুড়ীতে চা শ্রমিকদের অনুদানের চেক বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চা শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা জনমিলন কেন্দ্রে এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- ইমরান রুহুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, শিলুয়া চা বাগান ব্যবস্থাপক শহীদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সমাজসেবা অফিসের কল্লোল প্রসূণ চন্দ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া উজ্জ্বল, বাগান পঞ্চায়েত সভাপতি উমানন্দ বাউরী, রত্না চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ প্রমুখ।

জানা যায়, জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মধ্যে ৩৪৪৭ জন চা শ্রমিকদের মাঝে এককালীন ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানে আজ প্রথম পর্যায়ে ২৪৬ জন চা শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.