Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জগন্নাথপুর পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

এ সময় মূল্য তালিকা না থাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য রাখা ও ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

এসময় পেয়াজের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদেরকে সচেতন করা হয়। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেয়াজের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পেয়াজের মূল্য বৃদ্ধির বিষয়ে আতঙ্কিত না হয় প্রয়োজন মাফিক পরিমিত পরিমাণ পেয়াজ কেনার বিষয়ে ক্রেতা সাধারণকে অনুরোধ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.