Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার কান্ডারি মিছবাহুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০২০

আগামী ২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। মিছবাহুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

শূন্য এ পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের ভাতিজা নাহিদ আহমদ, সাবেক এআইজিপি বজলুল করিম, প্রবাসী আওয়ামী লীগ নেতা এম রহিম শহীদ (সিআইপি), জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, প্রবাসী সুয়েল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। পরে এ পদে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজওয়ানা সুমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যানের পদের নির্বাচন আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে- প্রজ্ঞাপন জারি করা হয় । জেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে- মৌলভীবাজারের ৭ টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৩ জন ভোটার রয়েছেন।

একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে গঠিত জেলা পরিষদ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.