Sylhet Today 24 PRINT

ঝড়ে জকিগঞ্জের ৬ গ্রামের ২৫টি ঘর বিধ্বস্ত

জকিগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০২০

মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে ৬টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অন্তত ২৫টি বসত ঘরসহ গাছপালা ও বৈদ্যুতিক লাইন লন্ডভন্ড করে দিয়েছে।

বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী জানান, ইউনিয়নের মাইজগ্রাম, নিদনপুর, শরীফাবাদ, নিজগ্রাম, বালিটেকা ও বাটইশাইল গ্রামের উপর দিয়ে বিকেল অনুমান তিনটায় এ অকাল ঝড় বয়ে যায়।এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাইজগ্রামের মানুষ।

মাইজগ্রামের সাবেক মেম্বার ছালিক আহমদ, দিনমজুর সুনাম আহমদ, আকুল আহমদ, শুক্কুর আহমদ, খলিল আহমদ, বিলাল মিয়া, সাবুল আহমদ, অইছ মিয়া প্রমুখের বসত ঘরের চাল উড়ে যায় ঝড়ে। এতে উত্তর মাইজগাও মসজিদের চাল, বেড়ার ক্ষতি হয়েছে। বিদ্যুৎ লাইনের উপর শতাধিক গাছ পড়েছে। অনেকের ঘরের চালে পড়েছে গাছ ভেঙ্গে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ৫-৬ লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.