Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বেকারিকে অর্থদণ্ড

জগন্নাথপুর সংবাদদাতা |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরসদরে ভেজাল বিরোধী অভিযানে ২ বেকারিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানকালে শহরের ইকড়ছই এলাকায় ছায়ানীড় বেকারি নামক একটি খাদ্য সামগ্রীর তৈরির ফ্যাক্টরিতে নোংরা, ময়লা, ভেজা, স্যাঁতসেঁতে পরিবেশে বিভিন্ন ধরনের কেক, বিস্কুটসহ বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এই বেকারির বিএসটিআইয়ের কোন লাইসেন্স নেই। তবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল তাদের পণ্য। এসব অভিযোগে বেকারির ম্যানেজার আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া শহরের জগন্নাথপুর-সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা বেকারি নামক আরেকটি ফ্যাক্টরির মালিক হাবিবুর রহমান হাবিবকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারিসামগ্রী উৎপাদন করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বিএসটিআই সিলেট অফিসের ফিল্ড অফিসার মো. মতিন ও একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত বলেন, দুইটি বেকারিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.