Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক  |  ২৩ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রথমে মনোনয়নপত্র জমা দেন।

এরপর বিকেল সাড়ে ৪টায় এই পদে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে এদিন জেলা পরিষদের ৬নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য পদে মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দেন।

গত ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র ক্রয় শুরু হয়। জমাদানের শেষ তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর। বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। জেলা পরিষদের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়েছে। আগামী ২০ অক্টোবর চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.