Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে টেকসই ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জে হাওর এলাকার ভূমি অবক্ষয় মোকাবেলায় টেকসই ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালোয়ারগাঁও এলাকায় সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালাহ উদ্দিন টিপু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার মো. নয়ন মিয়া, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালাহ উদ্দিন টিপু বলেন, বর্তমান বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কৃষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে প্রযুক্তি। হাওর প্রধান সুনামগঞ্জ জেলার মধ্যে সদর ও জামালগঞ্জ উপজেলার কৃষকদের প্রযুক্তি ব্যবহার ও ভূমি অবক্ষয় মোকাবেলায় কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকরা বর্তমানে বোরো মৌসুমের শুরুতেই ট্র্যাক্টর দিয়ে জমি চাষ, সেচ মেশিন দিয়ে জমিতে পানি দেওয়াসহ ধান কাটা ও মাড়াইও করছেন মেশিন দিয়ে। ফলে কৃষক স্বল্প সময়ে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন প্রযুক্তির মাধ্যমে। তাছাড়া প্রযুক্তির কারণেই মানুষজন মাটির গুণাবলি সম্পর্কে অবহিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.