Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের জৈন্তাপুরে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে, উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আস্ক ইওর লোকাল পুলিশ’ শীর্ষক কর্মশালায় এলাকায়, অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং এর কাজ কি এবং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবেন এসকল বিষয়ে আলোচনা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহশিন আলী।

এছাড়ারও অফিসার তদন্ত ওমর ফারুক মড়ল ও সাব-ইন্সপেক্টর তপন কান্তি দাশ, ইউপি সদস্য শওকত আলী, আব্দুল হালিম, শ্রমিক নেতা আব্দুর রব, সমাজসেবী তাহীর আলী (খলাই), আবুল হোসেন,আব্দুল মালিক (পাখি), বিমল দে শাস্ত্রী, খলিলুর রহমান, বাচ্চু মিয়াসহ জৈন্তাপুর থানার অন্তর্গত কমিউনিটি পুলিশিং ফোরাম ও স্থানীয় নাগরিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.