Sylhet Today 24 PRINT

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ব্যক্তি উদ্যোগে সংস্কার

ছাতক প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২০

ছাতকে বন্যায় ভেঙ্গে যাওয়া গ্রামীণ সড়ক ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়েছে। সংস্কারের ফলে প্রায় দু’মাস বন্ধ থাকার পর আবারও এ সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। সংস্কার শেষে শুক্রবার বিকেলে এ সড়ক দিয়ে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়। ফলে ৩টি ইউনিয়নের কয়েক হাজার ভুক্তভোগী মানুষ স্বাভাবিকভাবে যাতায়াতের পথ সুগম হয়ে উঠে।

৩ দফা বন্যায় জাউয়ার লক্ষমসোম-কচুরগাঁও সড়কের আইনাকান্দি ও ঝামক অংশের মধ্যবর্তি প্রায় অর্ধ কিলোমিটার সড়ক ভেঙ্গে যায়। বন্যার প্রবল স্রোতে সড়কের এ অংশটুকু ভেঙ্গে গেলে সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্নভাবে বন্ধ হয়ে পড়ে। ফলে জাউয়াবাজারের সাথে সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের সড়ক যোগাযোগ হয়ে পড়ে বিচ্ছিন্ন। বন্যার পানি নেমে গেলেও এ সড়ক সংস্কারের অভাবে প্রায় দু’মাস যান চলাচল বন্ধ ছিল। ফলে ২০-২৫টি গ্রামের মানুষ সহজ যাতায়াতের ক্ষেত্রে পড়ে চরম ভোগান্তিতে।

সড়কের ভাঙ্গা এ অংশটুকু সংস্কারের ব্যাপারে সরকারীভাবে কোন উদ্যোগ না থাকায় ভুক্তভোগী গ্রামীন জনগোষ্ঠির পাশে এসে সহায়তার হাত বাড়ান সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আশিকুল ইসলাম আশিক। আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুল ইসলাম আশিকের অর্থায়নে সড়কের এ ভাঙ্গা অংশ সংস্কারের উদ্যোগ নেয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে সড়কের এ ভাঙ্গা অংশ সংস্কার কাজ চলে।

শুক্রবার (২৫সেপ্টেম্বর) কাজ শেষে হলে বিকেলে এ সড়ক দিয়ে যান চলাচল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাষ্টের সদস্য রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন



সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুল ইসলাম আশিক জানান, মানুষের কল্যাণে কাজ করা তার পারিবারিক রেওয়াজ। এর আগেও জনকল্যাণমুলক বহুকাজ করা হয়েছে পারিবারিকভাবে। মহামারী করোনা ও টানা তিনবার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় ট্রাষ্টের উদ্যোগে ধারাবাহিকভাবে পরপর ৬ বার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সড়ক সংস্কারের বিষয়টি জনকল্যাণমুলক কাজেরই অংশ।

সংস্কারকৃত সড়কের উদ্বোধনি অনুষ্ঠানে স্থানীয় হারুনুর রশীদ, মাষ্টার পারভেজ মিয়া, এম তৈয়বুর রহমান, আব্দর আলী, হবিবুর রহমান, মঈন উদ্দিন, রফিক আহমদ, আব্দুল খালিক, মতিন মিয়া, আব্দুল হাসিম, আনোয়ার ইসলাম, রাহিনুল ইসলাম, হাফিজুল ইসলাম, মাসুক খান, মুফতি আলী আহমদ, ঝুমন মিয়া, জাহাঙ্গির আলম, জয়নাল আবেদীন, মানিক মিয়া, কমর উদ্দিন, বিল্লাল আহমদ, নুনু মিয়া, আমির উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা আঙ্গুর মিয়া, সেবুল মিয়া, হেলাল আহমদ, সিজুল মিয়া, জাহেদ আহমদ, সুলতান মিয়া, জহির উদ্দিন, খেলু মিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.