Sylhet Today 24 PRINT

ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক |  ২৭ সেপ্টেম্বর, ২০২০

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ তরুণীকে ধর্ষণের ঘটনায় সিলেট জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মানবাধিকার  ফাউন্ডেশন (বিএমবিএফ)।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফাউন্ডেশনটির মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি এ স্মারকলিপি প্রদান করে।

ফাউন্ডেশনটির নেতৃবৃন্দের কাছ থেকে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, যুগ্ম সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্য, এডভোকেট মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) এর সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, বিএমবিএফ এর মহানগর ও জেলা কমিটির রোটারিয়ান বিধান কুমার বৈদ্য, সুপ্রিয় বৈদ্য, রোটারিয়ান সোহেল আহমদ, লিটন শীল, মামুন চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.