Sylhet Today 24 PRINT

সিলেটে পাহাড়-টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেট অবৈধভাবে  পাহাড়-টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার  (২৯ সেপ্টেম্বর) সকালে নগরের হাওলাদারপাড়ায় মজুমদার টিলা সংলগ্ন স্থানে এই মানববন্ধন  করা হয়।

‘পাহাড়/টিলা কাটা বন্ধ করো, প্রাণ-প্রকৃতি রক্ষা করো’- এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানব বন্ধনে  স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী এলাকায় উচ্চ আদালতের রায় উপেক্ষা করে উদ্বেগজনকভাবে পাহাড়/টিলা  কাটা চলছে।  যা পরিবেশ ও প্রতিবেশ ব্যাবস্থাকে মারাত্মক ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। পাহাড়/টিলা কাটার কারণে পরিবেশ, প্রতিবেশগত অবস্থা এবং জনবসতি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে ভূমিধ্বসসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থাপনা,বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা  রয়েছে। এছাড়া আশপাশের ড্রেনেজ ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্থ  করছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তানের সমন্বয়ক আশারাফুল কবির, বেলার বিভাগীয় সম্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার, ফিল্ড অফিসার আল-আমিন সরদার, সাংবাদিক দ্বোহা চৌধুরী, শেখ নাসির সাংবাদিক, শামীম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১১ ইং সালে বেলা কর্তৃক সিলেট সিটি কর্পোরেশন ও  জেলার ৬ টি উপজেলায় (সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানিবাজার, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জে) টিলা কাটার বিরূদ্ধে একটি রীট মামলার প্রেক্ষিতে (রীট মামলা নং- ৯৭৫০/২০১১) ২০১২ সালের ১ মার্চ উচ্চ আদালত পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন না করে কোন প্রকার ছাড়পত্র প্রদান করতে এবং টিলা ও পাহাড়কে সংরক্ষণ ও পাহাড়ের পাদদেশে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীকে পূনর্বাসন করার জন্য সব রকম পাহাড় বা টিলা কাটা নিষিদ্ধ ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.