Sylhet Today 24 PRINT

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাতকে খেলাফত মজলিসের মানববন্ধন

ছাতক প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিস পৌর শাখার উদ্যোগে ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রিয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আবুল খয়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আকিক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা আখতার হোসেন আকিক, ছাত্র মজলিসের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুবিন, মজলিস নেতা মাওলানা সুলায়মান আহমদ, হাফেজ নূরে আলম, হাফেজ সিদ্দীক আহমদ, মাওলানা ফখরুল আমিন, মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা উমায়ের ইসলাম, মাওলানা জামিল আহমদ দুলাল, মাওলানা জুনেদ আহমদ, শাহরান আমিন, মাওলানা রফিক আহমদ, মাওলানা আসাদ আহমদ, মুস্তাফিজুর রহমান, সালেহ আহমদ, আব্দুল ওয়াহিদ, মাওলানা ইসহাক আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আবুল হোসেন রুমন প্রমুখ।

মানববন্ধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন।

বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। যত্রতত্র ধর্ষণ ও নির্যাতিত হচ্ছে নারীরা। নারীদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ধর্ষক ও নারী নির্যাতনকারী পশুদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।

বক্তারা আরও বলেন, পুলিশ হেফাজতে রেখে সিলেটের সন্তান রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রায়হানের খুনীদের মৃত্যুদণ্ড দিতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত খেলাফত মজলিস রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে হুশিয়ারী করেন। দেশের বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা উল্লেখ করে তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.