Sylhet Today 24 PRINT

জুড়ীতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশ জনতা সমাবেশ

জুড়ী প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২০

"নিরাপদে দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি" এই স্লোগান নিয়ে ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে জুড়ী থানার সার্বিক সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৭ অক্টোবর) জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সমাবেশের আয়োজন করা হয়।

জায়ফরনগর ইউনিয়নে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিলাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জায়ফরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন প্রমুখ।

সাগরনাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইম আহমদ শাহীনের সঞ্চালনায় ও সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জুড়ী থানার এসআই কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মাখন, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, সহকারী শিক্ষক জবা রানী চাষা, জায়দা আক্তার, ফুলতলা বশির উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার নাথ, ইউনিয়ন পরিষদ সদস্য মইনুল ইসলাম জুনেদ, হারিছ উদ্দিন, আতাউর রহমান, ওমপ্রকাশ বর্মা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.