Sylhet Today 24 PRINT

ছাতকে পূজা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

ছাতক প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২০

ছাতকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পৌর এলাকার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র আবুল কলাম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শারদীয় উৎসব পালনে মেয়রসহ পৌর পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সভার বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাক্তন অধ্যাপক হারদাস রায়, পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি মহন্ত কুমার রায়, নারী নেত্রী শিখা রানী দে, গৌরাঙ্গ আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বিজয় পোদ্দার, ডা. করুনা সিন্ধু রায়, আশিষ কুমার দাস, দুলন তরফদার, মৃদুল দাস, মানিক আচার্য, সঞ্জয় কর, সৌরভ দাস, সন্তোষ তালুকদার প্রমুখ।

এ সময় পৌরসভার জামাল আহমদ, কল্যানব্রত দাস, সুব্রত হাওলাদারসহ পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, বরাবরের মতো এ বছরও শারদীয় উৎসব চলাকালে পৌরসভার পক্ষ থেকে সার্বিক পৌরসভার পৃথক তদারকি টিম কাজ করবে। সহজ যাতায়াত সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেয়া হবে পৌর স্বেচ্ছাসেবক। বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে পূজা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

এছাড়া পৌর এলাকার সকল পূজা মন্ডপে সার্বিক সহযোগিতা করার কথা উল্লেখ করে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, দিনের বেলা প্রতিমা বিসর্জন করার বিষয়টি সরকারি নির্দেশনা। সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করার জন্য সকল পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

পাশাপাশি বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতি প্রতিরোধে সকল দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করে পূজা পরিদর্শন করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.