Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২০

বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে শ্রীমঙ্গল সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী পরিষদের আয়োজনে, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারাদেশের সাথে একযোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের শ্রীমঙ্গল কলেজ শাখার সভাপতি ধীরেন্দ্র কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো তানভির আহমেদ, কোষাধ্যক্ষ মিলন তাতী প্রমুখ।

মানববন্ধনে ৪টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, স্ব পদে বহাল রেখে সকল প্রকার সুবিধা প্রদান করতে হবে, চাকুরীকালীন বকেয়া পরিশোধ করতে হবে, বয়সের কোন ঊর্ধ্ব সীমা থাকবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.