Sylhet Today 24 PRINT

এমসি কলেজের ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করে পুরস্কৃত ওসি সাইফুল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২০

সিলেটে আলোচিত এমসি কলেজে গনধর্ষন মামলার অন্যতম দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার (উত্তর) অফিসার ইনচার্জ সাইফুল আলম।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তাকে শুভেচ্ছা স্মারক সহ নগদ ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সংঘবদ্ধভাবে কয়েকজন এক গৃহবধূকে ধর্ষণ করে। আলোচিত এ ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়। আলোচিত এ ঘটনায় আসামি গ্রেপ্তার করার জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি জেলা পুলিশ তৎপর হয়ে উঠে। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে। এক পর্যায়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গত ২৭ সেপ্টেম্বর ভোর পাঁচ হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মনতলা সীমান্ত এলাকা থেকে গনধর্ষন মামলার অন্যতম আসামী অর্জুন লস্করকে গ্রেপ্তার করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তার একদিন পর জেলা গোয়েন্দা শাখা এবং কানাইঘাট থানার যৌথ টিম সিলেট শহরে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর থানাধীন হরিপুর এলাকা থেকে মামলার অন্যতম অপর আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেপ্তার করে।

তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আলোচিত এমসি কলেজের গনধর্ষন মামলায় দ্রুত সময়ে আসামি গ্রেপ্তার করায় জেলা পুলিশসহ সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি হয়েছে। আগামীতেও জেলা পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.