Sylhet Today 24 PRINT

আজ থেকে সিলেট-হবিগঞ্জ সড়কে বাস ধর্মঘটের ডাক

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২০

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে সিলেট-হবিগঞ্জ রুটসহ হবিগঞ্জ জেলার ভেতরে সব ধরণের বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।

সংগঠনটির সাধারণ সম্পাদক শঙ্কর শুভ্র রায় বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে। কিান্তু সিলেট-হবিগঞ্জ সড়কসহ জেলার ভেতরের সব সড়কে অবাধে চলছে সিএনজি চালিত অটোরিকশা। এসব অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অথচ প্রশাসন অটোরিকশা চলাচল বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই মহাসড়কে অটোরকিশা চলাচল বন্ধের দাবি আমরা বাস ধর্মঘটের ডাক দিয়েছি।

একইসঙ্গে জেলার ভেতরে চলাচলকারী সব রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা বন্ধেরও দাবি জানিয়েছি আমরা। এই দুই দাবি পুরণ হওয়ার পূর্ব পর্যন্ত হবিগঞ্জ-সিলেট রুটসহ জেলার ভেতরে সব ধরণের বাস চলাচল বন্ধ থাকবে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নও তাদের ধর্মঘটে একাত্মতা পোষণ করেছে বলে জানান শঙ্কর শুভ্র রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.