Sylhet Today 24 PRINT

লক্ষ্মীপাশায় চলছে ভোট গ্রহণ, লক্ষণীয় নারী ভোটারের উপস্থিতি

চেয়ারম্যান পদে উপ নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদের উপ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে ১,২ ও ৩ নং ভোট কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ আহমদ, বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আফজাল হোসেন , স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল, ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল আলিম তুহিন।

এদিকে সকাল সাড়ে ৯টায় মুরাদিয়া ছুবুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ আহমদ ও ধানের শীষের মনোনীত প্রার্থী আফজাল হোসেন।

বিজ্ঞাপন

এ সময় নৌকার প্রার্থী মাহমুদ আহমদ বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন সমস্যা নেই। উন্নয়নের প্রতীকের জয় হবে এটা আমি প্রত্যাশা করি।

ধানের শীষের প্রার্থী আফজাল হোসেন বলেন, গণতন্ত্র মুক্তির প্রতীক হচ্ছে ধানের শীষ। এখনো শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। শেষ পর্যন্ত এভাবে যাতে চলে এই প্রত্যাশায় আছি। উপ-নির্বাচনের লক্ষ্মীপাশার জনগণ আমায় গ্রহণ করে ফেলেছে। বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে।

এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯ শত ১১ জন এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯ শত ৪৪ আর নারী ভোটার ৮ হাজার ৯ শত ৬৭ জন ।

এদিকে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার সাঈদুর রহমান। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হবে। নির্বাচনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সর্তক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.