Sylhet Today 24 PRINT

রায়হান হত্যা : ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০২০

সিলেটে ‘পুলিশের নির্যাতনে’ রায়হান আহমদকে হত্যায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় কোর্ট পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

সমাবেশে ব্যবসায়ী নেতারা জানান, দ্রুত রায়হান হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে নগরীর কেন্দ্রবিন্দু কোর্ট পয়েন্টে একঘন্টা সড়ক অবরোধ করেন ব্যবসায়রা।

এ সময় তারা রায়হান হত্যায় জড়িত পলাতক এস আই আকবরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। ব্যবসায়ীদের এ কর্মসূচির সঙ্গে সংহতি জানান পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, উল্লেখ্য, গত ১১ই অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে রবিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। পুলিশ ফাঁড়িতে রায়হানকে হত্যার অভিযোগ ওঠার পর দোষীদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরেই সিলেটে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।

রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.